
-ছবি মুক্ত প্রভাত
সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আজ রোববার উল্লাপাড়ায় ছাত্রজনতার এক বিশাল মিছিল বের হয়। মিছিলকারীরা উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিস, হাটিকুমরুল হাইওয়ে থানা ভবন, যুথি ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পৌর ভবন এবং পৌর মেয়রের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
পুুড়িয়ে দেওয়ার হয়েছে আওয়ামী লীগ অফিসের সামনে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল। মিছিলকারীরা শ্রীকোলা বাসস্ট্যান্ডে সমবেত হয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে পৌর বাজারের ঢোকে। এসময় আওয়ামী লীগ নেতা আকমলের বাড়িসহ বেশ কয়েকটি দোকান ভাংচুর করে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) এভাবেই বিভিন্ন স্থাপনায় আগুন দেয় আন্দোলকারীরা।-ছবি মুক্ত প্রভাত
স্থানীয়রা জানান, মিছিল থেকে উত্তেজিত জনতা হাটিকুমরুল হাইওয়ে থানা আক্রমন করলে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে কয়েকজন পুলিশসহ অন্ততঃ ১০জন আহত হয়।
আক্রমনকারীরা হাইওয়ে থানা ভবনের সামনে রাখা সবগুলো গাড়ি পুড়িয়ে দেয়। এর আগে কয়েক হাজার মিছিলকারী উল্লাপাড়া আওয়ামী লীগ অফিস কাযার্লয়ে আক্রমন চালানোর সময় ছাত্রলীগের কর্মীরা প্রতিহত করার চেষ্টা করে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) এভাবেই বিভিন্ন স্থাপনায় আগুন দেয় আন্দোলকারীরা।-ছবি মুক্ত প্রভাত
কিন্তু বিক্ষুব্ধ জনতার আক্রমনে তারা পিছু হটে। মিছিলকারীরা উল্লাপাড়া থানা গেটে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এসময় মিছিলকারীরা পিছিয়ে পুরানো বাসস্ট্যান্ডে চলে যায়।
আন্দোলকারীদের কর্মযজ্ঞ চলাকালে উল্লাপাড়ার সকল অফিস এবং বাজারের দোকানপাট সবই বন্ধ হয়ে যায়। বর্তমানে পৌরশহরে পরিস্থিতি থমথমে রয়েছে।