
উল্লাপাড়ায় বৈষম্য বিরাধী শিক্ষার্থীদের গণ মিছিল মহাসড়ক অবরোধ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল হত্যাকান্ডের বিচার ও সরকারের পদত্যাগ দাবিতে শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা গণমিছিল বের করে। উল্লাপাড়ার বিভিন্ন স্কুল, কলেজের হাজার হাজার সাধারন শিক্ষার্থীরা এ মিছিলে অংশ নেয়। মিছিলটি বিজ্ঞান কলেজ
মোড় থেকে শুরু হয়ে থানার মোড় ও পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শ্রীকোলায় গিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা প্রায় ১ ঘন্টা এই সড়ক অবরোধ করে রাখে।
পরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারি পুলিশ সুপার অমৃত সূত্রধর ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল
ইসলামকে সঙ্গে নিয়ে আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীরা অবরোধ থেকে মিছিলসহ সরে এসে উল্লাপাড়া মার্চেন্টস সরকারি পাইলট স্কুল মাঠে সমবেত হয়। এসময় সমন্বয়কগন তাদের দাবির সমর্থনে বক্তব্য রাখেন।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারি পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ন উপায়ে তাদের কর্মসূচি পালন করেছে। পুলিশ এদের কর্মসূচিতে কোন বাধা প্রদান করেনি।