বৃহস্পতিবার উল্লাপাড়ার নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে।
উপজেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের ইউডিএফ ও ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে এই সাইকেল ও ফুটবল দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনি সুইটি, উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার রিমা, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রমুখ।