
চিলমারীতে জমি-জমা বিরোধের জেরে জখম-২
কুড়িগ্রামের চিলমারীতে জমি-জমা বিরোধের জের ধরে সংঘর্ষে ২জন মারাত্মকভাবে জখম হয়েছে। জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের কিশামতবানু গাবেরতল এলাকায় মরহুম নুরু মাষ্টার গং এর সাথে ফুল মিয়া গং এর দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে গত রবিবার দুপুরে ফুল মিয়া গং এর ৩০/৪০জন লোক লাঠি, রামদা,ছুরি, বটি ইত্যাদি দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নুরু মাষ্টার গং এর রোপনকৃত রোপা আমন খেত উপড়ে ফেলে দখল করার জন্য গেলে দুই পক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে নুরু মাষ্টার গ্রুপের মোঃ আক্রামুল হক(৫৫) এর বাম চোখের নীচে প্রতিপক্ষের রামদায়ের আঘাতে কেটে গিয়ে মারত্মক ভাবে জখম হয় ও তার ছোট ভাই আনিছুর রহমান(৪৫) এর মাথায় ছুরি দিয়ে আঘাত করলে সেও মারত্মক ভাবে জখম হয়।
এ সময়ে ফুল মিয়া গ্রুপ জমির রোপা আমন খেত উপড়ে ফেলে বাড়ী-ঘর ভাঙ্চুর করে। নুরু মাষ্টার পক্ষের লোকজন ৯৯৯ এ ফোন দিলে চিলমারী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত আক্রামুল হক, আনিছুর রহমান চিলমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারের নুরু মাষ্টারের বড় ছেলে নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, তাদের জমি সংক্রান্ত উচ্চ আদালতের রায় রয়েছে। এ রায়কে উপেক্ষা করে ফুল মিয়া গং রোপা আমন খেত উপড়ে ফেলে জমি দখলের চেষ্ঠা করে এবং আমার চাচাতো ভাইদের বাড়ী-ঘর ভাংচুর করে।
বাধা দিতে গেলে তারা আমার লোকজনকে মারপিট করে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। অপর পক্ষ ফুল মিয়া গ্রুপের সাবু মিয়া জানান, নুরু মাষ্টারের লোকজন আমাদের লোকজনকে মারপিট করে এতে মঞ্জু মিয়া(২৫) আহত হয়।