
চিলমারীতে চেক ও সনদ বিতরণ
কুড়িগ্রামের চিলমারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্ম সংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের সুবিধা ভোগী নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থ চেক ও সনদ প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব চেক ও সনদ বিতরণ করেন কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।
উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদ আনোয়ার পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু।
গত মে ২০২০ইং আর ই আর এম পি-৩ এর ৪ বছর মেয়াদি প্রকপ্লের কার্যক্রম শুরু হয়ে মে ২০২৪ইং শেষ হয়। দৈনিক মজুরী থেকে ৮০ টাকা করে কেটে নিয়ে ব্যাংক একাউন্টে সঞ্চয় করা হয়।
এ প্রকল্পের আওতায় প্রতিজনকে১লক্ষ১৮ হাজার টাকা করে ৬ ইউনিয়নে মোট ৬০ জন কে প্রায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ সময় সুবিধা ভোগীদের কৃষি, মৎস ও পশুপালন প্রশিক্ষনের সনদও প্রদান করা হয়। পিছিয়ে পড়া নারী, বিধবা বা নারী প্রধান পরিবারের দারিদ্র্য বিমোচনের লক্ষে আর্থ ও সামাজিক উন্নয়নের এই প্রকল্প পরিচালিত হয়।