
বগুড়ার ধুনট উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে শনিবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা সদরের মুজিব চত্বর এলাকায় বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিবুর রহমান রাজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোয়েব হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বি, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আহসান হাবিব, হাসান আলী, তুষার, জনি, জাহাঙ্গীর আলম, শাহাদৎ হোসেন, তারিকুল ইসলাম, মুসলিম উদ্দিন, মানিক, রেজাউল ইসলাম, রাজু আহম্মেদ ও রাসেল মাহমুদ।