
সংবাদ সম্মেলনের ছবি
বগুড়ার ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা’হ ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকান্ডের অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৫টায় ধুনট শহরের মুজিব চত্বর এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সকল সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধুনট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন ইবু। তিনি বলেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান। তারপরও বিএনপি-জামায়তের সাথে হাত মিলিয়ে মেয়র বাদশাহ দীর্ঘদিন ধরে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় চলমান কোটা বিরোধী আন্দোলনে তার ছেলে সাব্বির হোসেন ও ভাতিজা আবু রায়হানের নেতৃত্বে ১৮ জুলাই নাশকতা সৃষ্টির লক্ষে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। তখন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রচেষ্টায় তাদের সেই কর্মকান্ড ভন্ডুল হয়ে যায়। তারা বার বার নাশকতা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। এ অবস্থায় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় তৈরী অস্ত্র, ইট, পাটকেল সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ হচ্ছে না।
এছাড়া এজিএম বাদশাহ প্রায় ১৪ বছর ধরে ধুনট পৌরসভার মেয়র পদে থেকে অবৈধভাবে বিপুল পরিমান সম্পদের মালিক হয়েছেন। সরকারি বরাদ্দের টাকা দিয়ে কোন উন্নয়ন না করে ব্যক্তিগত তহবিলে মজুদ রেখেছেন। মেয়র বাদশাহর বিরুদ্ধে বিভিন্ন নির্বাচনে নৌকার বিপক্ষে ভোট করার অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে মেয়র বাদশাহকে মুখোশধারী আওয়ামী লীগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা রাজিবুজ্জামান, আশিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব শাহরিয়ার বিজয়, ধুনট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহানূর রহমান সোহাগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।