
-ছবি মুক্ত প্রভাত
নাশকতা মামলায় জামায়াত-বিএনপি, ছাত্রদল-যুবদলের ৭১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ৮টি নাশকতা মামলায় ১৮ জুলাই থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নাটোর সদর থানা, লালপুর, বড়াইগ্রাম, নলডাঙ্গা, গুরুদাসপুর এবং সিংড়ায় উপজেলা থেকে এসব আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী রয়েছেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।তিনি জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, সদর থানাসহ লালপুর, গুরুদাসপুর, বড়াইগ্রাম, নলডাঙ্গা এবং সিংড়া থানায় পৃথক পৃথক নাশকতা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নাশকতাকারীদের ধরতে অভিযান অব্যহত রেখেছে। এপর্যন্ত ৮টি মামলায় পুলিশ ৭১ জনকে গ্রেপ্তার করেছে।