
সিংড়ায় বিএনপির আরও দুই নেতা গ্রেপ্তার
নাটোরের সিংড়ায় পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনে মামলায় আরও দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বিস্ফোরক মামলায় ৭জনকে গ্রেপ্তার করল পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চামারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য মো. আশরাফুল ইসলাম এবং রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ আলী।
গত ২২ জুলাই সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদসহ সিংড়ার ১৪ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫৬ থেকে ৬৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় গত চারদিনে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় এ পর্যন্ত মোট ৭জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে আমরা অভিযান অব্যাহত রেখেছি।