নাশকতা মামলায় জামায়াত-বিএনপি, ছাত্রদল-যুবদলের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গত মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নাটোর সদর থানায় ৬, লালপুরে ২, বড়াইগ্রামে ৫, নলডাঙ্গায় ৫ গুরুদাসপুরে ২ এবং সিংড়ায় ১জন রয়েছেন।
এদের মধ্যে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুমন, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, শ্রমিকদল নেতা কামাল, বিএনপির কর্মী আলী, জামায়াত নেতা মামুনুুর রশীদ, নলডাঙ্গা পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন, বিএনপির শরিফ মৃধা, আব্দুল মজিদ, ইউনিয়ন যুবদল সভাপতি বিদ্যুৎ রয়েছেন। তবে ২১ আসামির মধ্যে বাকি ১১ জনের পরিচয় পাওয়া যায়নি।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, সদর থানাসহ লালপুর, গুরুদাসপুর, বড়াইগ্রাম, নলডাঙ্গা এবং সিংড়া থানায় পৃথক পৃথক নাশকতা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নাশকতাকারীদের ধরতে অভিযান অব্যহত রেখেছে।