
উল্লাপাড়ায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল
সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার উল্লাপাড়ায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বিকেল ৫ টায় উল্লাপাড়ার পুরাতন বাসস্ট্যান্ডে সাধারণ শিক্ষার্থীরা পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল শেষে সরকারী আকবর আলী কলেজের আবু তাহের ছাত্রাবাসের সামনের রাস্তায় তারা এক সমাবেশ করে। সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মাসুম আনাম, হৃদয় হোসেন ও রবিন হোসেন।
এ সময় তারা ছাত্রদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কোটা সংস্কারের দাবি জানান। সাধারণ শিক্ষার্থীদের মিছিল শহর অতিক্রম করার সময় ছাত্রলীগ মিছিলে বাঁধা দেওয়া চেষ্টা করে।