"আর নয় পরনির্ভরশীলতা,নিজ কর্মে বাঁচুক বাংলার নারী" এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ দরিদ্র ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৬ ষ্ট বারের মত সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল পৌর শহরের এস এস রোডস্থ ফজল বিপনীতে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সহযোগিতায় ৬ষ্ট পর্যায়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম কামরুল হাসান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও দুস্থ মহিলাদের হাতে সেলাই মেশিন তুলেদেন সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক সাখাওয়াৎ হোসেন,
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। সমাজে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার। সেজন্য সরকার নারী দক্ষতা উন্নয়ন নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষাসহ নানান বিষয়ে জোর দিচ্ছে।
তাছাড়া নারী পুরুষ একত্রিত হয়ে কাজ না করলে ২০৪১ সালে প্রধানমন্ত্রীর উন্নত দেশ গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবেনা। তাই দেশ উন্নয়নে নারী-পুরুষ সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ ও পাবনা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, বাংলাদশ পানি উনয়ন বিভাগ টাংগাইল উপ- সহকারী প্রৌকশলী জাকির হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের উপ- বিভাগীয় প্রৌকশলী মিল্টন হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি এসময়ে আরো উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট সদস্য, রোভার সদস্য সদেস্যা বৃন্দ।
দরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে ২৪ টি সেলাই মেশিন উপহার দিয়েছে সংগঠনটি। সেলাই মেশিন উপহার পেয়ে হাসি ফুটেছে অসহায় এসব নারীর মুখে।