
আটককৃত ডাকাত দলের ছয় সদস্য- ছবি মুক্ত প্রভাত
নাটোরের গুরুদাসপুরে ডাকাতি প্রস্তুতকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, একটি (ঢাকা মেট্রো-ট- ১৫-০০৩৫) পিকআপ ভ্যান ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করা হয়।
বুধবার ১০ জুলাই দিবাগত গভীর রাতে উপজেলার কাছিকাটা আত্রাই টোল প্লাজা সংলগ্ন থেকে ওই ডাকাত দলের সদস্যদের আটক করা হয়। আটকৃতরা হলেন- সিরাজগঞ্জের এনায়েতপুরের পাকুড়তলা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মোকাদ্দেছ (৬০), নওগাঁর মান্দা উপজেলার ঘাটকোর মধ্যপাড়ার মৃত মোকলেছুর রহমানের ছেলে (ড্রাইভার) মিঠু (২৮), সিরাজগঞ্জের বেলকুচির মেঘুল্লা গ্রামের আব্বাস মন্ডলের ছেলে নাইম হোসেন (২৮), সিরাজগঞ্জ সদরের সরকার পাড়া গ্রামের সাদ্দাম হোসেন (গোছা) এর ছেলে হোসেন আলী (২০), সিরাজগঞ্জের এনায়েতপুরের গোফরেখি মধ্যপাড়া গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে এমদাদুল (৪৫) ও সিরাজগঞ্জের শাহজাদপুরের বাচামারা গুচ্ছগ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন আলী (২৫)।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাছিকাটা আত্রাই টোল প্লাজা সংলগ্ন ডাকাত দলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলো। গুরুদাসপুর থানার চৌকস টিম দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যানসহ তাদের সকলকে আটক করেছে। বৃহস্পতিবার তাদের নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।