
বৈশাখী ঝড়ে উড়ে গেলো ডেইরি ফার্ম
শনিবার(২৮ এপ্রিল) বিকেলে বয়ে যাওয়া কাল বশাখী ঝড়ে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রামে একটি ডেইরি ফার্মের ঘর উড়ে গেছে। এসময় দুটি গরু গুরুতর আহত হয়েছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়,শনিবার বিকেল চারটার দিকে বয়ে যাওয়া কাল বৈষাখী ঝড়ে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রামে ফরহাদ ডেইরী ফার্মের ৫০ হাত সেমি পাকা ঘর উড়ে যায়। এসময় ঘরের নিচে পরে দুটি গরু গুরুতর আহত হয়েছে।
ডেইরী ফার্মের মালিক ফরহাদ হোসেন জানান, ক্ষেতুপাড়া কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৪টি গরু ক্রয় করে ফার্ম করেছিলাম। কাল বৈশাখী ঝড়ে আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।