রোববার উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিকেলে গোপাল জিউ মন্দির অঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার রিমা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার ঘোষ, সাধারন সম্পাদক রতন সরকার প্রমুখ।
সভা শেষে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা শুরু হয়। হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষেরা রথের রশি ধরে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। গোপাল জিউ মন্দির থেকে রথ যাত্রা শুরু হয়ে ঝিকিড়া কালী মন্দিরে গিয়ে শেষ হয়।
পৌরসভার ঘোষগাঁতী মহল্লায় বলরাম মন্দির থেকেও আরেকটি রথ পৌরশহরে ঘুরানো হয়। রথযাত্রা উৎসবে হাজারো নারী-পুরুষ অংশ নেন।