
বড়াইগ্রামে বৃত্তিপ্রাপ্ত ৪৬৪ জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান- ছবি মুক্ত প্রভাত
নাটোরের বড়াইগ্রামে আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলায় ৪৬৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।
রবিবার সকালে শিক্ষা ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. হোসনে আরা হোসেন এর সভাপতিত্বে উপজেলার এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনিস্টিটউট মাঠে উপজেলার ৪৬৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, প্রবীন আওয়ামিলীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক সহ শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা।