
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১২টার দিকে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট ১৮টি ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে ।কয়েক হাজার হেক্টর জমির ফসল পাট ইক্ষ কাঁচা তরিতরকারি শাকসবজিসহ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের একটি সেতুর সংযোগ সড়ক ও কাঠারবিল এলাকায় দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী আঞ্চলিক সড়কের ৩০ মিটার সড়ক ভেঙ্গে বিচ্ছিন্ন হয়েছে।
এছাড়া ইসলামপুর উপজেলার গোঠাইল ইসলামপুর ইসলামপুর উলিয়া বাজার ইসলামপুর মাহমুদপুর রোড মাহমুদপুর মেলান্দহ রোড বন্যার পানিতে তলিয়ে জেলা উপজেলা সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে।
বন্যা কবলিত পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বন্যার্তদের জন্য
৩শ মেট্টিক টন চাল ও ৩ হাজার ৪শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে, ১১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, বন্যা মোকাবেলায় সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।