
-ছবি মুক্ত প্রভাত
জামালপুরের ইসলামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে নোয়ারপাড়া বনাম কুলকান্দী ইউনিয়নের বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার(৫জুলাই) বিকালে ইসলামপুর সরকারী নেকজাহান মডেল হাই স্কুল মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান,এমপি।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আঃ সালাম, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম,সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, মেয়র (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন লেবু, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথী,অফিসার ইনচার্জ সুমন তালুকদার, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান,প্রধান শিক্ষক রিয়াজুল করিম বাবু এ সময় উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় নোয়ারপাড়া ইউনিয়ন ট্রাইব্রেকারে কুলকান্দী ইউনিয়নকে পরাজিত করে। অনুষ্ঠানে চ্যাম্পিয়নদের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।