উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ৪ দিনের টানা ভারি বর্ষনে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের চিলমারীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়ে ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং একই সঙ্গে ব্রহ্মপুত্র নদে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার সন্ধা ৬ টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি বিপদসীমার ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস জানিয়েছেন, বন্যায় উপজেলার ১৫০ হেক্টর পাটক্ষেত, আউশ ধান ২০ হেক্টর, আমন ধানের বীজতলা ২৫ হেক্টর ও ২০ হেক্টর শাকসবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম জানান, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্লাবিত ইউনিয়নে ২ মে. টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।