
উল্লাপাড়ায় স্কুলের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার শ্যামাইলদহ গ্রামের খাদেম আলীর ছেলে আবু হোসেন (৪৫) ওই শিক্ষার্থীকে তার বাড়িতে একা পেয়ে শুক্রবার রাতে গামছা দিয়ে মুখ বেধে তাকে ধর্ষণ করে। ধর্ষিতা স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
সংশ্লিষ্ট বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা জানান, ধর্ষিতার বাবা সোমবার দুপুরে তার কাছে অভিযোগ করেন। ঘটনার রাতে ধর্ষিতার মা ওই সময় বাড়িতে ছিলেন না। ধর্ষিতা সেসময় একা থাকে। এই সুযোগে প্রতিবেশী আবু হোসেন বাড়িতে ঢুকে গামছা দিয়ে শিশুটির মুখ বেধে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে ধর্ষিতার মা বাড়িতে ফিরে এলে বিষয়টি তিনি জানতে পারেন। প্রথম অবস্থায় ধর্ষণের ঘটনা ধর্ষিতার পরিবার গোপন রাখলেও পরে বিষয়টি তাকে (চেয়ারম্যানকে) জানানো হয়। চেয়ারম্যান এব্যাপারে উল্লাপাড়া থানা পুলিশকে জানানোর পর সোমবার সহকারী উপ-পরিদর্শক আকরাম হোসেন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আকরাম হোসেনের সঙ্গে কথা বললে তিনি উল্লিখিত ইউপি চেয়ারম্যানের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করার কথা বলে জানান, ধর্ষককে তার বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ধর্ষিতার বাবার সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ধর্ষণের ঘটনার পর কথিত আবু হোসেন পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত ধর্ষিতার পরিবার থেকে থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি।