
গুরুদাসপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ- ছবি মুক্ত প্রভাত
নাটোরের গুরুদাসপুরে চলতি অর্থ বছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার ২৯ জুন দুপুরে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে ১ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ওই সার ও বীজ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষকদের জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহিদা আক্তার মিতা, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী, মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, চাপিলা ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান, কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।