
গুরুদাসপুরে হুইল চেয়ার ও অন্যান্য উপকরণ বিতরণ- ছবি মুক্ত প্রভাত
চলতি অর্থবছরে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের অনগ্রসর উপজেলা বিবেচনায় মাননীয় মন্ত্রীর বরাদ্দ উপখাত হতে গুরুদাসপুরে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, স্প্রে-মেশিন, সিলিং ফ্যান ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে শনিবার ২৯ জুন দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এলজিইডির আয়োজনে মাননীয় মন্ত্রীর বরাদ্দ উপখাত হতে ৬৫০ জন উপকারভোগীদের মাঝে ওই উপকরণ সামগ্রী বিতরণ করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহিদা আক্তার মিতা, ৬ ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদসহ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।