
লালমনিরহাটে ব্রিজের নিচে অর্ধগলিত মরদেহ উদ্ধার
লালমনিরহাটে মহাসড়কের পাশে ব্রীজের নিচ থেকে অজ্ঞাত(৫০) এক ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(২৬ জুন) সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জুড়াবান্ধা বসুনিয়া বাড়ি এলাকার ব্রীজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, রংপুর কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জুড়াবান্ধা বসুনিয়া বাড়ি এলাকায় ব্রীজের নিচে অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন করে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত জনতা কেউ মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত করতে পারেনি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।