
পাবনার সাঁথিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে সাঁথিয়া পৌরসভাধীন আফতাবনগর ছেঁচানিয়া গ্রামে। এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযোগে জানা যায়, পৌরসভাধীন ছেঁচানিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শাহীনের সাথে তাদের শরীকদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে (২৮ এপ্রিল) শুক্রবার বিকেলে শাহীন বাড়িতে না থাকায় শাহীনের শরীক হাবিবরের ছেলে জহুরুল, আব্দুর রাজ্জাক ও রফিক, শাহীনের বসতঘরে হামলা চালিয়ে ছাপড়া ঘর ও টিনের সীমানা প্রাচীর ভাংচুর করে জমি দখলের চেষ্টা করে। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগে শাহীন আরও জানান, ওই জমি আমার নামে খাজনা খারিজ করে দীর্ঘদিন ধরে বাড়ি করে বসত করে আসছি।
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস ও পৌরসভা মাপজোক করে দিলেও তারা তা মানেন না। তিনি বলেন, এ নিয়ে আদালতে মামলা হলেও আদালত আমার কাগজপত্র দেখে আমাকে রায় দিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত জহুরুল ও রাজ্জাক জানান, আমার বাবার নামে ১৫ বছর আগের রেকর্ড করা সম্পত্তি। তাহলে শাহীনের জমি হয় কি করে। আমাদের জমি আমরা দখল করতে গেছি।
সাঁথিয়া থানা অফিসার ইন-চার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।