
সাঁথিয়ায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালীর পূর্বে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটেন নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌরসভার মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসিফ শামস রঞ্জন। বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন, সাঁথিয়া পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁন, সাধারণ সম্পাদক তপন হায়দার সান। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করে।