ঝালকাঠি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদুল আযহার প্রধান জামাত শুরু হয়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাতে জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। ঈদের জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শহিদুল ইসলাম।
নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করা হয়।
মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতিরবন্ধনে আবদ্ধ হন সবাই। মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রায় ৫ হাজারন মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা ছিল।
এবার জেলায় ৫৬৪ টি মসজিদ ও ৪০১টি ঈদগা মাঠে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।