
বৃষ্টি হতে পারে ঈদের দিন
আজ দুপুরের মধ্যে ঘন্টায় ৪৫-৬০ থেকে কি.মি বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দেশের পাঁচ বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে এ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুপুরের দিকে বাতাসের গতিবেগে থাকবে ঘন্টায় ৬০ কি.মি।
বাংলাদেশ আবওহাওয়া অফিস জানান, ১৬ জুন রবিবার দেশের অভ্যন্তরীন নদী বন্দরে গুলোতে ঝড়ের এসব পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ট্রলারগুলোকে সর্তক অবস্থানে থাকতে বলা হয়েছে।
এসব নদীবন্দরগুলোকে ১ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশের রংপুর, দিনাজপুর, সিলেট, ময়মনসিংহ, বগুড়া অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫-৬০ থেকে কি.মি বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে রবিবার দুপুর থেকে ঈদের দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।