
নাসিরনগরে ১৫ কেজি গাঁজাসহ ৩ নারী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ১৫ কেজি গাঁজাসহ ৩ নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার ২৮ এপ্রিল ১, ৩০ ঘটিকায় গোপন সংবাদে এস আই আরিফুর রহমান, এস আই ঈসাক সংগীয় ফোর্স নিয়ে গোকর্ণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে ১৫ কেজি গাঁজা সহ ৩ মহিলাকে গ্রেফতার করেছে।।
প্রতি মহিলা নিকট থেকে ৫ কেজি করে গাঁজা উদ্ধার করা হয়। ওই তিন নারীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। আমেনা বেগম (৩৫), স্বামী মোঃ সোহেল মিয়া,কালিকা প্রসাদ (নয়াহাটি) ভৈরব, কিশোরগঞ্জ, রাশেদা বেগম (৬০) স্বামী মৃত বিল্লাল মিয়া ভৈরবপুর, ভৈরব, কিশোরগঞ্জ, লাকী বেগম (২৮) স্বামী মোঃ জারু মিয়া, ভৈরবপুর ভৈরব, কিশোরগঞ্জ।
থানা অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে নাসিরনগর থানায় মামলা প্রকৃয়াধীন আছে।