
বৃষ্টির ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নির্দিষ্ট সময় অনুযায়ী বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ শুরু হওয়ারা কথা ছিল। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় মাঠে খেলা গড়তে দেরি হয়। আজ ২৩ জুন যুক্তরাষ্ট্রের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় খেলা শুরু হওয়া কথা ছিল। কিন্তু বৃষ্টির বাগড়য় সেটি হতে বেশ সময় লাগে।
পরে টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। নয় মিনিট দেরিতে টস অনুষ্ঠিত হয়। অপরিবর্তিত স্কোয়ার্ড নিয়ে ডাচদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডাচ অধিনায়ক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। উইকেট কন্ডিশনের কথা মাথায় রেখে বাংলাদেশকে শুরুতে চাপে ফেলতে চায় নেদারল্যান্ডস। আজকের এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেনা টাইগাররা।