
পিটিআই কর্তৃক শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার পেলেন তিতাসের তানজুরুন নাহার
কুমিল্লা পিটিআই কতৃক আয়োজিত দীর্ঘ ছয় মাস ট্রেনিং শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও সুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ট শুদ্ধাচার পুরস্কার পেলেন তিতাস উপজেলার কাপাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজুরুন নাহার।
বুধবার দুপুরে কুমিল্লা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) হল রুমে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কারটি তার হাতে তুলে দেন পিটিআই সুপারিনটেন্ডেন্ট অর্চণা কুন্ড। এসময় জেলার মধ্যে আরো ২জন শিক্ষককে দেওয়া হয় এই শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরুষ্কার।
এতে উপস্থিত ছিলেন, সহকারী সুপারিন্টেনডেন্ট দেলোয়ারা কুলসুম, রৌশন আরা চৌধুরী,ইন্সট্রাক্টর সাধারণ মো.আবদুল গফুর, মো.আবদুর রশিদ, মো. গোলাম হাক্কানী, মো. শাহিন সারোয়ার, মীর আনিসুজ্জামান ইমন, আইরিন আক্তার রিংকি, সাইফুল ইসলাম তালুকদার ও তানভীরা তাসনীম প্রমূখ।