
মিয়ানমার থেকে কারা গুলি করছে তা নিশ্চিত নয়; স্বরাষ্ট্রমন্ত্রী
নিহত এমপি আনার হত্যাকান্ডের সাথে কারা কারা জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে নিহত আনোয়ারুল হক আজিম আনারের মেয়ে। আজ সচিবলায়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে স্বাক্ষাত করে তার বাবার হত্যকান্ডের বিচার চেয়েছেন। স্বাক্ষাত শেষে সাংবাদিকেদর মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের সাথে আরাকান আর্মির অনেকদিন ধরে যুদ্ধ চলছে। বেশকিছু জায়গা তারা দখলে নিয়েছে। নাফ নদীর সীমান্তবর্তী নিচু এলাকায় দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। এ যুুদ্ধে বেশকিছুদিন আগেও গোলাগুলি ও মটারশেল বাংলাদেশ সীমান্তে এসে পৌছায়। অনেক বলাবলির পর তা বন্ধ ছিল।
গেল মঙ্গলবার ১১ জুন বাংলাদেশের নৌযানকে উদ্দেশ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হয়। তবে কে বা কারা গুলি ছুড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং সেইদিনের কথা তুলে ধরেছি। তারাও গুলি ছোড়ার কোনো তথ্য দিতে পারে নি। প্রকৃতপক্ষে কোন বাহিনী গুলি ছুড়েছে তা এখানো নিশ্চিত করতে পারেনি। আমরা মিয়ানমার দূতাবাসকে এর তীব্র প্রতিবাদের কথা জানিয়েছি।
উল্লেখ্য মঙ্গলবার (১১ জুন) সকাল ১০ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টি যাত্রাকালে নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া পৌছলে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাতে বোট মালিক সমিতির সেক্রেটারি ছৈয়দ আলম জানান, টেকনাফ থেকে চিকিৎসা শেষে সেন্টমার্টিন ফেরার পথে একটি স্পিডবোট লক্ষ্য করে গুলি ছুড়ে। এর আগে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি ছুড়লেও আজ ছোট ডিঙি নৌকায় করে নদীতে নেমে গুলিবর্ষণ করে, এসময় স্পিড বোটে থাকা যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। পরে তারা সেন্টমার্টিনে নিরাপদে পৌঁছে। এবং এর পর থেকে ভয়ে বোট চলাচল বন্ধ রেখেছে চালকরা।
এর আগে গত ৫ জুন সেন্টমার্টিন দ্বীপের স্থগিত নির্বাচন সম্পন্ন করে ফেরার পথে নাফনদীর মোহনায় নির্বাচনীয় কর্মকর্তাদের ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছুঁড়ে। এসময় একটানা ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছুঁড়ে। প্রাণে রক্ষা পান নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।
দীর্ঘ সময় ধরে মিয়ানমারে দেশটির সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠির সংঘাত চলছে। গত কিছুদিন ধরে টেকনাফ কক্সবাজার সীমান্ত এলাকাগুলো নিয়ন্ত্রণে রয়েছে বিদ্রোহী গোষ্ঠির। নাফনদীর সেন্টমার্টিন রুটে বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মিই গুলি ছুঁড়ছে বলে দাবী বাংলাদেশ সীমান্তের স্থানীয়দের।