
বড়াইগ্রামে আশ্রয়ণের ঘর পেল ৮০ পরিবার
নাটোরের বড়াইগ্রামে ৮০টি গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় ৫ম ধাপে সুবিধাভোগীদের মাঝে এসব গৃহ হস্তান্তর করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালী যুক্ত থেকে এসব গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন,উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল,বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সুবিধাভোগীরা।