
উল্লাপাড়ার এলংজানী গ্রামে সংঘর্ষের ঘটনায় আরো ১ জনের মৃত্যু
উল্লাপাড়ার দত্তপাড়া এলংজানী গ্রামে খাস পুকুর নিয়ে সংঘর্ষে আহত মোশারফ হোসেন (৭০) নামের আরো এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার সকাল ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেজিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত ২৩ এপ্রিল সংঘর্ষেঘটনাস্থলে নিহত জামাল উদ্দিনের পিতা। এ ঘটনায় মৃত্যের সংখ্যা ২। আহত আরো কয়েকজন হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
ঈদের পরের দিন রোববার ওই গ্রামে একটি খাস পুকুরের দখল নিয়ে মোতালেব হোসেন ও ঠান্ডু মোল্লার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং
ঘটনাস্থলেই জামাল উদ্দিন নিহত হন। এসময় আহত হন ৬ জন।
নিহত জামাল উদ্দিনের ভাই বাবলু হোসেন ৪৩ জনকে নামে ও ১২ জনকে বেনামে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেন। মামলায় পুলিশ মহিলাসহ ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতার এড়াতে ওই গ্রামের ৫৫ পরিবার পুরুষশুন্য হয়ে পড়েছে।
বাদী পক্ষের লোকজন আসামী বাড়িঘর ভাংচুর, গরু লুটপাট এবং তাদের ফসলী জমিতে সেচ কাজ বন্ধ করে দেওয়ার হুমকী দিচ্ছে বলে আসামী পক্ষ থেকে অভিযোগ করা হয়। যদিও মামলার বাদী বাবলু হোসেন প্রতিপক্ষের সকল অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন।
এই খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক ইশতিয়াক হোসেন হাসপাতালে মোশারফ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দত্তপাড়া এলংজানী গ্রামে পুলিশ টহলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।