
উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার- ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদকে বৃৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় বেলকুচি থানা পুলিশ তাকে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে গ্রেপ্তার করে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক রেজাউর রহমান জানান, ঢাকা চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুল মজিদের বিরুদ্ধে চেক জালিয়াতির সিআর মামলায় (নং ১৫৯/২৪) গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।