
হারানো মুকুট ফিরে পেলেন সাকিব!
গেল মাসের শেষ সপ্তাহে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থানীয় মুকুট হারিয়ে ফেলেন সাকিব। তবে সেটি ফিরে পেতে বেশী সময় লাগেনি তার। পরের সপ্তাহে তিনি শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পেছনে ফেলে ফের অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থানে চলে আসে সাকিব।
তবে বিষয়টি বেশ আশ্চর্য হলেও সত্যি তিনি কোনো ম্যাচ না খেলে তার পূর্বের জায়গা ফিরে পান। আজ আইসিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে হাসারাঙ্গাকে ২ নম্বরে নামিয়ে সাকিবকে ১ নম্বর করে অলরাউন্ডার তালিকা প্রকাশ করেন। সেখানে সাকিবর রেটিং পয়েন্ট ২২৩ এবং হাসারাঙ্গার রেটিং পয়েন্ট ২২২।
সুসংবাদ পেল সাকিব
অনেকে ভক্ত সমর্থকের প্রশ্ন কোনো ম্যাচ না খেলে কিভাবে রেটিং পয়েন্ট বাড়ল সাকিবের?
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সাথে শ্রীলঙ্কা ৬ উইকেটে পরাজিত হয়। এতে ওয়ানিন্দু হাসারাঙ্গা বল হাতে দুই উইকেট পেলেও ব্যাট হাটে এক রানও পায় নি। মূলত তার রান না পাওয়ার কারণেই তার রেটিং পয়েন্ট এক ধাপ কমিয়ে আনা হয়েছে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথম ম্যাচ তার শীর্ষ স্থানীয় পদের মুকুট মাথায় নিয়ে মাঠে নামবে। এতে করে মনের দিক থেকে আলাদা অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেন ক্রিকেট বিশ্লেষকরা।