
তিতাসে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও তাবারক বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের উদ্যোগে দোয়া মাহফিল ও তাবারক বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৩১মে) এপিএস মতিন খানের নিজ গ্রামের বাড়ি কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর খান বাড়ীতে এই দোয়া মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন করা হয়।
এতে তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। এসময় তিতাস উপজেলা বিএনপি নেতা মনির ভূঁইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এমদাদুল হক ফুল মিয়া, গাজী হানিফ, আনোয়ার হোসেন আনু, রফিকুল ইসলাম, আদিলুর রহমান আদিল, রুবেল মিয়া, মোজাম্মেল ভূইয়া, হোমনা উপজেলা বিএনপি নেতা হারুন, মহসিন, মহিউদ্দিন লিটন, শাহজালাল মোল্লা, ছাইদুল ইসলাম বাবুল, ফারুক, হালিম মোল্লা, তানসান মেম্বার, শাহজাহান মেম্বার, দাদন ও জাহাঙ্গীরসহ তিতাস, হোমনা ও মেঘনা উপজেলার নেতাকর্মীরা।
পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আল-আমিন। মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে তাবারক বিতরন করেন নেতৃবৃন্দরা।