
মাদ্রাসার উদ্ভোধন
ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে নাসিরনগরে মডেল হিফজ মাদ্রাসার শুভ উদ্ভোধন করা হয়। ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নাসিরনগর উপজেলা সদরে গার্লস স্কুলের পশ্চিমে হাজী সমসু মিয়ার বিল্ডিংয়ে নাসিরনগর মডেল হিফজ মাদ্রাসার শুভ উদ্ভোধন করেন দাঁতমন্ডল নুরিয়া দরবার শরীফের পীর মাওলানা কাজী মোঃ আলাউদ্দিন আহমাদ আল কাদরীর।
উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা নুরুল আলম, মাওলানা এখলাছুর রহমান,পীরজাদা মাওলানা গোলাম মোহাম্মদ খাঁন,প্রমুখ। আন্তর্জাতিক মানের নাসিরনগর মডেল মাদ্রাসাটি সার্বক্ষনিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আবাসিক, অনাবাসিক, ডে- কেয়ার মাদ্রাসাটি রয়েছে নাজেরা,হিফজ ও হিফজ রিভিশন বিভাগ।