
রেহানা মজিদ
অসমাপ্ত কাজগুলো সম্পাদনের লক্ষ্যে এবং জনগণের প্রবল ইচ্ছার কারণেই দ্বিতীয়বার কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আশাকরি বিগত নির্বাচনের ন্যায় এবারও হোমনাবাসী দলমত নির্বিশেষে আনারস প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করে আমাকে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
বুধবার (২৯ মে) বেলা ১২টায় উপজেলার হাঙ্গেরি বার্ডস চাইনিস রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী রেহানা মজিদ এই উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক মোল্লা, ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক সজিব খানসহ হোমনা, তিতাস, বাঞ্ছারামপুর ও কুমিল্লার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।