
উল্লাপাড়া উপজেলা প্রথম
স্মার্ট ডিস্ট্রিক্ট ভিশন ও ভিশন বাস্তবায়নে কর্মপরিকল্পনা নির্ধারণ সম্পর্কিত কর্মশালায় উল্লাপাড়া উপজেলা টিম প্রথম স্থান অধিকার করায় তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে আয়োজিত কর্মশালায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লাপাড়া উপজেলা টিম প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন প্রমুখ।