
স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-দক্ষিণকোরিয়া
উত্তর কোরিয়ার পারমানবিক হামলা রুখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তি সই করলেন দক্ষিণকোরিয়া। এ চুক্তি উত্তর কোরিয়াকে এক নতুন চ্যালঞ্জ হিসেবে ইঙ্গিত দিচ্ছে। এনিয়ে আন্তজার্তিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। তবে এ চুক্তির ব্যাপারে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
এ চুক্তিতে দক্ষিণ কোরিয়া কোনো পারমানবিক অস্ত্র বানাবে না। যার মাধ্যমে দক্ষিণ কোরিয়াকে পরমানুসজ্জিতকরনে সাবমেরিন মোতায়েন ও তাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ সহ নানারকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ওয়াশিংটন ঘোষণা’’ নামে চুক্তিটি উত্তর কোরিয়ার আক্রমন থেকে রক্ষ করতে মার্কিন সহযোগিতা মিত্রদের আরও শক্তিশালী করবে। দক্ষিণ কোরিয়াকে অস্ত্র সহ নানারকম সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছেন ওই মার্কিন প্রেসিডেন্ট।
গত বুধবার (২৬) এপ্রিল যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন ঘোষনা এ বছর সফরের শ্রেষ্ঠ ঘোষণা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার সহযোগিতা, পারমানবিক অস্ত্র সহযোগিতা নানারকম সহযোগিতার কথা উল্লেখ করেন। বন্ধু দেশকে শত্রুদের হাত থেকে মোকাবিলা করতে প্রয়োজনে মার্কিন শক্তি ব্যবহার করা হবে।