
কুমিল্লা তিতাস উপজেলার মৌটুপী গ্রামের নাসির উদ্দিন নামে এক ওমান প্রবাসী বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করেছেন একই গ্রামের মনু মিয়া ও তার পরিবার।
এমন অভিযোগ করে ওমান প্রবাসী নাসির উদ্দিন বলেন, মৌটুপী গ্রামের মনু মিয়ার ছেলে তারেক মিয়াকে ২০২২ সালের মার্চ মাসের ২৮ তারিখে আমি ভিসা দিয়ে ওমানে আনি। দুর্ভাগ্যবশত তারেক ২০২৩ সালের জুন মাসের ২৪ তারিখে কর্মরত অবস্থায় দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুর পরপরই তারেকের লাশটি বাংলাদেশে পাঠানোর জন্য নিজের অর্থ ও সময় ব্যয় করে দ্রুত লাশটি বাংলাদেশে পাঠাই। যা এক টাকাও তাদের পরিবারের কাছ থেকে নেই নাই। পরবর্তীতে মালিকের সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন স্থানে গিয়ে তদবির করে তার ইন্সুরেন্সের টাকাসহ মোট ক্ষতিপূরণ ১৯ লাখ ৫৬ হাজার ৫শত ২৭ টাকা তারেকের মায়ের একাউন্ট নং(১৩১৬৯০১৮২৬৩০০) সোনালী ব্যাংক গৌরীপুর শাখার মাধ্যমে পাঠাই।
যা আমার কাছে সকল কাগজপত্র প্রমান আছে। এবং টাকার পাওয়ার বিষয়টি তারেকের বাবা-মাও স্বীকার করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি এতো কষ্ট করে তার লাশ ও টাকা তার বাড়িতে পাঠালাম। এখন তার পরিবার আমার নামে ফেসবুক টিভিতে অপপ্রচার করে বলছে আমি নাকি তাদের লাশের টাকা খেয়ে ফেলছি! তারা আমার মান ক্ষুন্ন করেছে, আমি এই মিথ্যা অপপ্রচারের বিচার চাই ।
এবিষয়ে মৃত তারেকের বাড়িতে গেলে তার মা-বাবাকে পাওয়া যায়নি। তবে তার দুই ভাবির সাথে কথা হলে তারা জানান, আমরা শুনছি আমার শাশুড়ির একাউন্টে ১৯ লাখ টাকার মতো আসছে এবং আরো নাকি টাকা পাবে।তবে নাসির উদ্দিনের সাথে কোন লেনদেন নাই, টাকা পাইলে ওমানের মালিক থেকে পাবে।