দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে উল্লাপাড়ায় ভোট গ্রহণ পর্ব ছিল একেবারেই নিরুত্তাপ। যথাসময়ে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হলেও সকাল ৯টা পর্যন্ত অনেক কেন্দ্রেই কোন ভোটারকে দেখা যায়নি।
তবে বেলার ভাড়ার সাথে সাথে কিছু ভোটার ভোট কেন্দ্রে আসেন। সরেজমিনে ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে গিয়ে দেখা যায় বেশির ভাগ কেন্দ্রেই বিচ্ছিন্নভাবে কিছু ভোটার ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। দু’একটি ভোট কেন্দ্রে নারী ভোটারদের বেশি উপস্থিতি চোখে পড়ে।
তবে সকাল সাড়ে ১১টায় উপজেলার ডিগ্রির চর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে সেখানে কিছু নারী ভোটারের দেখা মেলে। তারা ভোট কেন্দ্রের বাইরে সারিবদ্ধভাবে দাড়িয়ে ভোট দিচ্ছেন। এই কেন্দ্রে ওই সময় পুরুষ ভোটার ছিল না বললেই চলে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী ভোটার জানান, বর্তমানে মাঠে বোরো কাটা শুরু হয়েছে। প্রতিজন শ্রমিকের মজুরি বেড়ে ৮ থেকে ৯শ’ টাকায় উন্নীত হয়েছে। আর এই কারনে তাদের বাড়ির পুরুষেরা ধান কাটায় ব্যস্ত থাকায় কেন্দ্রে আসতে পারেননি।
ডিগ্রির চর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কে এম সাইফুল ইসলাম বলেন, তার কেন্দ্রে ৪ হাজার ৯শ’ ভোটার। বেলা ১২ টা পর্যন্ত ওই কেন্দ্রে ১৫ ভাগ ভোটার ভোট দিয়েছে। তবে ইভিএমএ ভোট গ্রহণ করায় বিশেষতঃ গ্রাম অঞ্চলের অশিক্ষিত ভোটারদের ভোট প্রদানে বেশি সময় লাগছে বলে উল্লেখ করেন এই প্রিজাইডিং অফিসার।
বেলা ১১ টা থেকে ২টা পর্যন্ত সময়ে উপজেলার নলসোন্দা উচ্চ বিদ্যালয়, সলপ উচ্চ বিদ্যালয়, কানসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চক্রোশী আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ, মনোহরা দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে শতকরা ২০ ভাগ ভোট পড়েছে বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারগণ। তবে বিকেলের দিকে এসব কেন্দ্রে ভোটারের উপস্থিত বাড়বে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসারগণ।
তবে উল্লাপাড়ার ১৪৪ টি ভোটকেন্দ্রের কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ চলে।