উল্লাপাড়ায় ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রকে আনসারের পোশাক পড়ে ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করতে দেখা যায়। ছেলেটির নাম মোঃ হোসাইন (১৪)।
উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামের বাসিন্দা এবং পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে তার চাচা আলামিনের পরিবর্তে দায়িত্ব পালন করছে বলে জানায়।
দ্বিতীয় ধাপে চলমান উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উক্ত ভোট কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায় হোসাইনের নির্বাচনের দায়িত্ব পালনের দৃশ্য।
এসময় সাধারন ভোটাররা এত কম বয়সী ছাত্রকে আনসারের দায়িত্ব কীভাবে দেওয়া হলো তা নিয়ে নানা কথা বলছিলেন। হোসাইনকে জিজ্ঞাসা করলে সে জানায়, তার চাচা আলামিন অসুস্থ হওয়ায় সে তার পরিবর্তে চাচার পোশাক পড়ে দায়িত্ব পালন করতে এসেছে।
তার বাবা আনসার ভিডিবি বড়হর ইউনিয়নের সহকারী প্লাটুন কমান্ডার জয়নাল আবেদীন তাকে এই দায়িত্ব পালন করতে বলেছেন।
এ ব্যাপারে আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আহসান কবির জানান, এত কম বয়সী শিক্ষার্থী কীভাবে এই দায়িত্ব পেলেন তা তিনি জানেন না।
এই ভোট কেন্দ্রে দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) ইকবাল হোসেন বলেন, আনসারের তালিকায় হোসাইনের নাম নেই। চাচা অসুস্থ থাকায় কোন লোক না পাওয়ায় তাকে আনা হয়েছে।
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা মোঃ বশির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বড়হর ইউনিয়নের আনসারে সহকারী প্লাটুন কমান্ডার জয়নাল আবেদীন ছেলেটিকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন।
এত কমবয়সী ছেলেকে এ দায়িত্ব কখনই দেওয়ার নিয়ম নেই। ইতিমধ্যে তিনি এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উক্ত সহকারী প্লাটুন কমান্ডার জয়নালকে বরখাস্ত করা হচ্ছে।