
উল্লাপাড়ায় ল্যাপটপ বিতরণ
বুধবার সকালে উল্লাপাড়া উপজেলার ১৭৫ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বিআরডিবি হলরুমে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত ল্যাপটপ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, মোঃ ফরিদ উদ্দিন, আনোয়ার হোসেন ফিলিপস প্রমুখ।