
প্রতিরক্ষাখাত সহ জাপান-বাংলাদেশ ৮ চুক্তি সই
দুই দেশের পারস্পারিক সহযোগিতা বাড়াতে প্রতিরক্ষাখাতসহ জাপান-বাংলাদেশ ৮ চুক্তি সই করেছে। চুক্তিগুলোর মধ্যে রয়েছে- কৃষি, শুল্ক, প্রতিরক্ষা, আইসিটি ও সাইবার-নিরাপত্তা, শিল্প আপগ্রেডিং, বুদ্ধিভিত্তিক সম্পদ, জাহাজ পুনর্ব্যবহার এবং মেট্রোরেল।
আজ বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।