অবশেষে কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘ দিন পর বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার সন্ধায় ১ ঘন্টা যাবৎ টানা ভারী বর্ষণ হওয়ায় প্রকৃতির মাধে সজিবতা ফিরে এসেছে।
দীর্ঘ দিন যাবৎ বৃষ্টি না হওয়ায় প্রচন্ড তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জনজীবনে বিপর্যয় নেমে আসে। ফলে অফিস আদালত, মাঠে কাজ-কর্ম, রাস্তাঘাটে যাতায়াত, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি কম সহ পরিবেশ ধুলিময় রাজ্যে পরিণত হয়ে পড়ে। বৃষ্টির প্রতিক্ষায় বিভিন্ন স্থানে মুসুল্লিগণ মহান সৃষ্টিকর্তার নিকট প্রর্থনা করে আসছিলেন।
এরই মধ্যে গতকাল শুক্রবার বৃষ্টি হওয়ায় মানুষের মাঝে প্রাণ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। উপজেলার গাবেরতল এলাকার কৃষক শাখওয়াত হোসেন (৭০) জানান, দীর্ঘ ৪ মাস যাবৎ বৃষ্টি না থাকায় পাঠক্ষেত, বাঁশ ঝাড় ও সবজি ক্ষেত তাপ দাহে পুড়ে যাচ্ছিল।
পাকা ইরি-বোর ধানক্ষেত কাটতে মাঠে যাওয়া যাচ্ছিল না। শুক্রবার বৃষ্টি হওয়ায় সকল ধরণের কাজ কর্ম শুরু হয়েছে।