
ছবি সংগৃহিত
বিশ্ব বাজারে ডলারের বিনিময় হার আবার কিছুটা বাড়তে শুরু করেছে। আজ সোমবার সকালে বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীত ডলারের বিনিময় হার বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এ তথ্য পাওয়া যায়। আজ সকালের শুরুতে এশিয়ার বাজারে ডলারের বিপরীতে পাউন্ড স্টার্লিংয়ের দর কমেছে শূন্য দশমিক ১২ শতাংশ।
ফলে এখন এক পাউন্ডের বিপরীতে পাওয়া যাচ্ছে ১ দশমিক ২০২৮ ডলার। অস্ট্রেলীয় ডলারের দর কমেছে শূন্য দশমিক ১৮ শতাংশ। ফলে এক অস্ট্রেলীয় ডলারের বিপরীতে এখন শূন্য দশমিক ৬৮৬৬ ডলার পাওয়া যাচ্ছে। জাপানি ইয়েনের বিপরীতেও শক্তিশালী হয়েছে–শূন্য দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে এক ডলারের বিপরীতে এখন ১৩৪ দশমিক ৩২ ডলার পাওয়া যাচ্ছে।
এই পরিস্থিতিতে ইউএস ডলার ইনডেক্স শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ বেড়েছে। তার মান এখন ১০৪ দশমিক শূন্য ৩। এই মাসে যা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত সেপ্টেম্বর মাসের পর এই দর এতটা বাড়েনি। আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস ডে, সেখানকার বাজার বন্ধ। সে জন্য আজ তেমন একটা লেনদেন হবে না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।