
উদ্বোধন করেন -সংগ্রাম এম পি
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত তিতাস নদীর নাসিরনগর মহিষবেড় অংশের পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন -সংগ্রাম এম পি।
মঙ্গলবার ২৫ এপ্রিল উপজেলা কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামবাসীর আয়োজনে বিকেলে মহিষবড় খেলার মাঠে জেলার পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডঃ নাছির উদ্দিন আহমেদ।
মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাজী সিরাজুল ইসলাম, ইউ/পি সদস্য নবী হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, হারুন রশীদ, জিল্লুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ