উল্লাপাড়ার সলংগা থানা আওয়ামী লীগের সাবেক যগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে হামলা ও সন্ত্রাসী কর্মকান্ডের মামলা রয়েছে। র্যাব-১২ এর সদস্যরা শুক্রবার রাতে আরাফাতকে গ্রেপ্তার করে। শনিবার তাকে সলংগা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, ২০২৩ সালের নভেম্বর মাসে উল্লাপাড়া উপজেলার পাচিলা গ্রামের মোঃ হাসান আলী বাদি হয়ে আরাফাতের বিরুদ্ধে সলংগা থানায় হামলা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
ইতোমধ্যে পুলিশ তদন্ত শেষে এ ব্যাপারে আরাফাত রহমানের বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে চার্জ দিয়েছে।
আরাফাতের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এতদিন আরাফাত পলাতক ছিলেন। শুক্রবার রাতে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে সলংগা থানায় সোপর্দ করে। শনিবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।