চরক মলায় গিয় সঞ্জয় কুমার সনজিত (৪২) নামর এক ব্যক্তির হিটস্ট্রাক মত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিক গুরুদাসপুর উপজলার শিধুলী স্কুল মাঠ তিনি জ্ঞান হারিয় পড় যান। হাসপাতাল নওয়ার পর চিকিৎসক ওই ব্যক্তিক মত্যু ঘাষণা করন।
নিহত সঞ্জয় কুমার শিধুলী ঘাষপাড়া গ্রামর সুদর্শন ঘাষর ছল। ধারাবারিষা ইউনিয়ন পরিষদর সামন তার হাটল ব্যবসা ছিল।
প্রতক্ষ্যদর্শীর জানান, প্রচন্ড গরম বহস্পতিবার অসুস্থ হয় পড়ছিলন সঞ্জয়। অসুস্থ শরীর নিয়ই শুক্রবার চরক মলা দখত আসন সিধুলী স্কুল মাঠ। চরক ঘুড়ানার সময় সঞ্জয় হঠাৎ জ্ঞান হারিয় পড় যান। পর স্থানীয়রা তাক উদ্ধার কর হাসপাতাল নিয় আসন।
গুরুদাসপুর উপজলা স্বাস্থ্য কমপ্লক্সর জরুরী বিভাগর চিকিৎসক সুজাউদলা বলন, ওই ব্যক্তিক মত অবস্থায় হাসপাতাল আনা হয়ছিল। তব কী কারণ সঞ্জয়র মত্যু হয়ছ তা পরীক্ষা-নীরিক্ষা ছাড়া বলা মুশকিল। তব প্রাথমিকভাব হিটস্ট্রাকর মতাই মন হয়ছ।
নিহতর পিতা সুদর্শন ঘাষ বলন, সঞ্জয়র আয়ই তাদর ছয় সদস্যর পরিবার চলতা। ছল মারা যাওয়ায় তারা নিঃস্ব হয় গছন।